জর্জিয়ায় জিতে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্রেটরা
জর্জিয়া অঙ্গরাজ্যে জিতে মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্রেটরা। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।
খবরে বলা হয়, ডেমোক্রেট প্রার্থী রাফেল ওয়ার্নক রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্শেল ওয়াকারকে জর্জিয়ার রানঅফ নির্বাচনে পরাজিত করেছেন। ফলে, প্রেসিডেন্ট জো বাইডেনের বাকি মেয়াদের জন্য সিনেটে তার দলের সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার ওয়ার্নকের রানঅফ জয়ের ফলে ডেমোক্রেটরা সিনেটে ৫১-৪৯ সংখ্যাগরিষ্ঠতা পেল।