জাপানে ক্লিনিকে অগ্নিসংযোগ, মৃত্যু বেড়ে ২৫
জাপানে একটি মানসিক রোগ চিকিৎসা ক্লিনিকে অগ্নিসংযোগের ঘটনায় মৃত্যু বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ওসাকায় গত শুক্রবার অগ্নিকাণ্ডের এ ঘটনাটি ঘটে।
আজ মঙ্গলবার সর্বশেষ যার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, তার বয়স ২০ এর ঘরে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বার্তা সংস্থা কিয়োডো জানিয়েছে, যিনি আগুন লাগিয়েছিলেন বলে সন্দেহ করা হচ্ছে সেই ৬১ বছর বয়সী ব্যক্তি এবং এক নারীর অবস্থা আশঙ্কাজনক।
এ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ওসাকা পুলিশের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সোমবার পুলিশের এক কর্মকর্তা জানান, ক্লিনিকের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন ওই ব্যক্তিকে দুই ব্যাগ ভর্তি তরল বহন করতে ও তাতে আগুন ধরিয়ে দিতে দেখা গেছে।
অগ্নিকাণ্ডের একদিন আগে ক্লিনিকটির জরুরি বহির্গমন দরজা বাইরে থেকে আঠালো টেপ দিয়ে আটকানো অবস্থায় পাওয়া যায়, পরে ওই টেপ খুলে ফেলা হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে কিয়োডো।
পুলিশের ধারণা, সন্দেহভাজন ৬১ বছর বয়সী ওই ব্যক্তিই দরজাটি সিল করে দিয়েছিলেন, যেন ক্লিনিকের ভেতরে থাকা লোকজন বাইরে বেরিয়ে আসতে না পারে।