জাপানে পাতাল ট্রেনে জোকারের পোশাক পরে হামলা, আহত ১৭
জাপানের রাজধানী টোকিওতে পাতাল ট্রেনে ছুরি নিয়ে এক যুবকের হামলায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ হামলা চালানো হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাটম্যান কমিকসের ‘জোকার’ চরিত্রের পোশাক পরিহিত ২৪ বছরের এক যুবককে হামলার ঘটনায় আটক করেছে পুলিশ।
টোকিওর পশ্চিমাঞ্চলীয় কোকুরিও স্টেশনের কাছাকাছি জায়গায় রোববার রাত ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহতেরা সবাই টোকিওর একটি হ্যালোইন পার্টিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জোকারের পোশাকে ট্রেনে উঠেছিলেন ওই ২৪ বছর বয়সি ব্যক্তি। হ্যালোউইন উপলক্ষ্যে অনেকেই নানা রকম সাজেন। ফলে প্রথমে কারও সন্দেহ হয়নি ওই যুবককে। জনপ্রিয় ব্যাটম্যান কমিকসের একটি চরিত্রের আদলে সেজেছিলেন তিনি। পরনে সবুজ জামা, নীল প্যান্ট এবং বেগুনি কোট। মুখে রঙ মাখা ছিল তাঁর। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই যুবক ট্রেনের বগিতে স্বচ্ছ ও তরল কিছু স্প্রে করে। পরে আগুন ধরে যায়। আচমকা এমন ঘটনায় যাত্রীরা বিচলিত হয়ে পড়েন। চলন্ত ট্রেনে অনেকেই পাশের কামরায় পালানোর চেষ্টা করেন। অনেকে জানালা খোলার চেষ্টা করেন। গোটা কামরা ধোঁয়ায় ভরে যায়। সে সুযোগে ছুরি নিয়ে হামলা চালান ওই ব্যক্তি।
ইওমিউরি নামের সংবাদপত্রকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি ভেবেছিলাম এটা কোনো হ্যালোইন স্টান্ট হয়তো। দেখলাম, একজন লোক বড় একটা ছুরি নিয়ে হেটে যাচ্ছে।’
ট্রেন পরের স্টেশনে পৌঁছানোর পরে পুলিশ হস্তক্ষেপ করে। পরে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। হামলাকারীর পরিচয় এখনও জানায়নি প্রশাসন। কেন তিনি এভাবে সাধারণ যাত্রীদের ওপর আক্রমণ চালালেন, তা এখনও পরিষ্কার নয়। তবে জাপানের গণমাধ্যম জানিয়েছে, প্রশাসনকে ওই যুবক বলেছে, সাধারণ মানুষকে মেরে প্রশাসনের হাতে ধরা পড়াই তাঁর উদ্দেশ্য ছিল। তিনি মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে চান।’
কমিকস চরিত্র ব্যাটম্যানের জাতশত্রু হিসেবে পরিচিত ‘জোকার’ চরিত্রটি। ২০১৯ সালে মুক্তি পাওয়া মুভির একটি জায়গায় দেখা যায়, ট্রেনে তাচ্ছিল্যের শিকার হওয়ার পর লোকজনের ওপর হামলা করে জোয়াকিন ফিনিক্স অভিনীত ‘জোকার’ চরিত্র।