জাপানে ভারী বর্ষণ, প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান
জাপানের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের কারণে প্রায় ২০ লাখ মানুষকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ফুকুওকা এবং হিরোশিমাসহ বেশকিছু এলাকায় বৃষ্টিপাতের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
নাগানো এলাকার ওকায়ো শহরে ভূমিধসে অন্তত তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। অন্যদিকে, নাগাসাকিতে এক নারীর মৃত্যু হয়েছে এবং তাঁর স্বামী ও মেয়ে নিখোঁজ রয়েছে। নাগাসাকিতে ভূমি ধসে দুটি বাড়ি ভেঙে গেছে।
জাপানি সংবাদ সংস্থা কিয়োদো নিউজ জানায়, সাগা অঞ্চলের রোকাকু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় একটি হাসপাতাল ভবনের নিচতলা খালি করে ওপরের তলাগুলোতে রোগীদের নিয়ে যাওয়া হয়।
জাপানের রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকে জানায়, দেশজুড়ে সাতটি এলাকায় ঘরবাড়ি খালি করার অবাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। এসব এলাকায় ১৮ লাখের বেশি মানুষের বসবাস।
দেশটির পশ্চিমাঞ্চলীয় অনেক এলাকায় ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনে জাপানজুড়ে জলাবদ্ধতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করতে সেনাবাহিনী ও পুলিশের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।
কয়েক সপ্তাহ আগেও জাপানে ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে এবং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। সেসময় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়।