জাপান উপকূলে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জাপানের উপকূলের জলসীমায় উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী।
উত্তর কোরিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য সিউলে দক্ষিণ কোরিয়া, জাপান এবং মার্কিন গোয়েন্দা প্রধানদের বৈঠকের সংবাদ প্রকাশের পরই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর শোনা গেল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়ার পূর্বে সিনপো বন্দর থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি পূর্ব সাগরে অবতরণ করে, যা জাপান সাগর নামেও পরিচিত।
অন্যদিকে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলেও অভিহিত করেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি হাইপারসনিক ও দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং বিমানবিধ্বংসী অস্ত্র পরীক্ষা চালানোর দাবি করে পিয়ংইয়ং। এর মধ্যে কিছু পরীক্ষা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর ব্যাপারে উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পাশাপাশি দক্ষিণ কোরিয়াও তাদের নিজস্ব অস্ত্রের বিকাশ ঘটাচ্ছে। পর্যবেক্ষকদের মতে, এটি কোরীয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতায় পরিণত হয়েছে।