জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধানকে আটক করেছে রাশিয়া
ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রধান ইহোর মুরাশভকে আটক করেছে রুশ বাহিনী। গতকাল তাঁকে আটকের খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)। এ ঘটনায় রাশিয়ার কাছে ব্যাখ্যা চেয়েছে সংস্থাটি।
ইউক্রেনের বাহিনী যখন দোনেৎস্কের লিমান শহর পুনরুদ্ধার করছে, তখন জাপোরিঝিয়ায় নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা চালাচ্ছে রাশিয়া।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জাপোরিঝিয়ার এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এটি এখন রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকলেও পরিচালনা করছেন ইউক্রেনের কর্মীরা।
ইউক্রেন দাবি করেছে, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে বেরিয়ে আরেকটি শহরে যাওয়ার সময় ইহোর মুরাশভকে চোখ বেঁধে তুলে নেওয়া হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রাশিয়ার পারমাণবিক শক্তি কর্তৃপক্ষ রোসাটমের কাছে হস্তান্তরের বিষয়ে মুরাশভকে চাপ দেওয়া হচ্ছিল। ধারণা করা হচ্ছে, তিনি এই প্রস্তাবে রাজি হননি।