জামিনের পর সাজা স্থগিত হলো রাহুল গান্ধীর
মানহানি মামলায় এক মাসের জামিন পেয়েছেন ভারতের বিরোধীদল ও দেশটির সবচেয়ে পুরনো দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে তাঁর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রাহুলের দুই বছরের সাজা স্থগিত করেছেন আদালত। আজ সোমবার (৩ এপ্রিল) গুজরাটের একটি আদালত এ রায় দেয়। আগামী ১৩ এপ্রিল এই মামলার আপিল শুনানির দিন ধার্য করা হয়েছে। খবর এনডিটিভির।
২১০৯ সালের নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবমাননা ও মানহানির মামলায় রাহুলকে দুবছরের সাজা দেয় ভারতের গুজরাটের সুরাট আদালত। এরপর রাহুলকে অযোগ্য ঘোষণা করে তার সংসদ সদস্যপদ বাতিল করে লোকসভা। একইসঙ্গে তাকে সরকারি বাংলো ছাড়ার নোটিশও দেওয়া হয়।
আজ গুজরাটের সুরাট আদালতে যান রাহুল। এ সময় তাঁর সঙ্গে আদালতে উপস্থিত ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও কংগ্রেসের নেতারা। আদালতে মানহানি মামলার সাজার বিরুদ্ধে আপিল করেন কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট। এরপরেই তাকে ৩০ দিনের অন্তবর্তকালীন জামিন দেয় আদালত। এ ছাড়া আগামী শুনানির দিন তাঁকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
রায়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে রাহুল লেখেন, ‘গণতন্ত্র রক্ষার্থে এই সংগ্রাম; এটি ‘মিত্রাকালের’ বিরুদ্ধে। এই সংগ্রামে সত্যই আমার অস্ত্র, সত্যই আমার সমর্থন।’
এনডিটিভি বলছে, আপিলে রাহুল দোষী সাব্যস্ত না হলে তিনি লোকসভার সদস্য পদ ফিরে পাবেন। একইসঙ্গে আগামী আট বছর নির্বাচন না করার নির্দেশনা থেকে মুক্তি পাবেন। সরকারি বাংলোও খালি করতে হবে না।
এদিকে, নেতাকর্মীদের নিয়ে রাহুলের সুরাটের আদালতে যাওয়াকে শিশুসুলভ আচরণ বলছে ক্ষমতাসীন বিজেপি। তাদের দাবি, আদালতকে প্রভাবিত করতেই তারা সেখানে গিয়েছিল।