জেলেনস্কিকে উপহাস করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
এ মুহূর্তে ছুটিতে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। সেখান থেকে স্থানীয় সময় রোববার সংবাদ সম্মেলন করেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে রাশিয়ার-ইউক্রেন প্রসঙ্গ। একপর্যায়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে উপহাস করেন ব্রাজিলের এই কট্টর-ডানপন্থি প্রেসিডেন্ট। খবর বিবিসির।
প্রেসিডেন্ট হওয়ার আগে জেলেনস্কির অভিনেতা ও কৌতুক অভিনেতার পেশাজীবনের দিকে ইঙ্গিত করে জাইর বলসোনারো বলেন, ইউক্রেনের জনগণ তাদের আশা-ভরসা একজন কমেডিয়ানের হাতে তুলে দিয়েছে।
এ ছাড়া রুশ আগ্রাসনের নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে বলসোনারো বলেছেন, ব্রাজিল এ সংঘাতে ‘নিরপেক্ষ’ অবস্থানে থাকবে। তিনি আরও বলেন, ব্রাজিল ও রাশিয়া ‘কার্যত ভ্রাতৃপ্রতিম দুই দেশ’।
বলসোনারো বলেন, ‘আমরা কোনো পক্ষ নেব না, নিরপেক্ষ থাকব এবং যেভাবে সম্ভব সাহায্য করব।’
‘ইউক্রেনের জনগণের একটি বড় অংশ রুশ ভাষায় কথা বলে’, যোগ করেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
বলসোনারো দাবি করেন—রোববার তিনি পুতিনের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা করেছেন। তবে, ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে জানিয়েছে—বলসোনারো এ মাসের শুরুতে মস্কো সফরের কথা উল্লেখ করতে এ কথা বলেছেন।