জ্বালানি সংকটে উৎপাদন স্থগিতের পথে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্র
ফিলিস্তিনের গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি জ্বালানি উৎসের সংকটের কারণে উৎপাদন স্থগিত করতে যাচ্ছে। এক বিবৃতিতে গাজার বিদ্যুৎ সরবরাহ কোম্পানি বলেছে, উৎপাদন বন্ধ হয়ে গেলে উপত্যকার সেবা প্রতিষ্ঠানসহ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়বে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য দেওয়া হয়।
বিদ্যুৎ কোম্পানিটির মুখপাত্র মোহাম্মদ সাবেত বলেন, ‘জ্বালানি সংকটের কারণে গাজার বিদ্যুৎকেন্দ্রের কার্যক্রম বন্ধের উপক্রম হয়েছে।’
জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সব পক্ষকে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎকেন্দ্রটির জন্য সাধারণত ইসরায়েল ও মিসর থেকে ডিজেল আনা হতো। ২০০৭ সাল থেকে উভয়পক্ষ গাজা উপত্যকা কার্যত অবরোধ করে রেখেছে। গাজার ২৩ লাখ মানুষ প্রতিনিয়ত বিদ্যুতের লোডশেডিংয়ে ভোগান্তির মাঝে জীবনযাপন করেন।
জাতিসংঘের মানবিক সাহায্য সংস্থা ওসিএইচএ’র তথ্য মতে, গত সপ্তাহে গড়ে দৈনিক ১০ ঘণ্টা বিদ্যুৎ পেয়েছে গাজার মানুষজন।