টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি নিহত, মোদির শোক
টাটা সন্সের সাবেক চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি (৫৪) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ভারতের মুম্বাইয়ের কাছে মহারাষ্ট্রের পালঘর এলাকায় তিনি নিহত হন। এ ঘটনায় তাঁর প্রাইভেটকারে থাকা জাহাঙ্গীর পান্ডল নামে আরও একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ওই কারের চালকসহ দুজন। খবর এনডিটিভির।
এদিকে, সাইরাসের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মহারাষ্ট্র পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, সাইরাস মিস্ত্রি টাটা সন্সের চেয়ারম্যান হিসাবে রতন টাটার স্থলাভিষিক্ত হয়েছিলেন। পরে ভারতের সবচেয়ে হাই-প্রোফাইল বোর্ডরুম অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন সাইরাস। মহারাষ্ট্র পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
এনডিটিভির প্রতিবেদন বলছে, সাইরাস মিস্ত্রি একটি মারসিডিস কারে করে আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে যাচ্ছিলেন।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি সিলভার রঙের মার্সিডিস কার দেখা গেছে। মুম্বাই থেকে ১৩৫ কিলোমিটার দূরে পালঘরের চারোতি এলকায় সড়কের ডিভাইডারের সঙ্গে প্রাইভেটকারটির ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।
‘আপাতত এটিকে দুর্ঘটনা বলে মনে হচ্ছে’ উল্লেখ করে পালঘর জেলা পুলিশ সুপার বালাসাহেব পাটিল বলেন, বেলা সোয়া তিনটার দিকে দুর্ঘটনাটি ঘটে। এসময় সাইরাস মিস্ত্রি আহমেদাবাদ থেকে মুম্বাইয়ে যাচ্ছিলেন। সুরিয়া নদীর ওপর একটি ব্রিজে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সুপার জানান, দুর্ঘটনায় সাইরাস মিস্ত্রির প্রাইভেটকারের চালক ও অপর দুই যাত্রী আহত হয়েছেন। তাঁদেরকে গুজরাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সাইরাস মিস্ত্রির সঙ্গে জাহাঙ্গীর পান্ডল, অনাহিতা পান্ডল ও দারিয়াস পান্ডল ছিলেন। এদের মধ্যে দারিয়াস পান্ডলের আত্মীয় জাহাঙ্গীর পান্ডল নিহত হয়েছেন।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাইরাস মিস্ত্রির নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এটিকে বিশ্ববাণিজ্য ও শিল্পের জন্য একটি ‘বড় ক্ষতি’ বলে অভিহিত করেছেন।