‘টানা বৃষ্টির জেরে’ মুম্বাইয়ে ভবন ধসে ৮ শিশুসহ নিহত ১১
ভারতের মুম্বাইয়ের মালবনি এলাকার মালাদে ধসে পড়ল একটি চারতলা বাড়ি। স্থানীয় সূত্রের খবর, টানা বৃষ্টির জেরে গতকাল বুধবার রাতে ওই দুর্ঘটনায় আট শিশুসহ মোট ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৮ জন, যাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা যায়, বুধবার দিনভর মুম্বাই নগরীজুড়ে প্রবল বৃষ্টিপাত হয়। তবে স্থানীয় পৌরসভা মুম্বাইয়ের বেশকিছু বাড়িকে বিপজ্জনক ঘোষণা করেছিল। যার মধ্যে দুর্ঘটনাকবলিত পুরোনো বহুতল বাড়িটিও ছিল। টানা বৃষ্টির জেরে বাড়িটি ভেঙে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বুধবার রাত ১১টা ১০ মিনিট নাগাদ পশ্চিম মুম্বাইয়ের মালবনির মালাদে ধসে পড়ে চারতলা বাড়িটি।
বাড়িটি ভেঙে পড়ার সময় অধিকাংশ বাসিন্দাই বাড়ির ভেতরে ছিল। যার মধ্যে বেশ কয়েকটি শিশুও ছিল।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিডিবিএ মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে তার আগেই উদ্ধারকাজে হাত দেন স্থানীয় বাসিন্দারা।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ধ্বংসাবশেষের মধ্যে কেউ আটকা পড়েছে কি না, তার খোঁজ চলছে।
এদিকে, গতকালের বৃষ্টিতে মুম্বাই নগরী কার্যত পানিতে থই থই অবস্থা। রাস্তা থেকে শুরু করে বহু এলাকার রেললাইন পানিতে ডুবে যায়। নিচু এলাকাগুলোতে বাড়ির ভেতরেও পানি ঢুকে গেছে। এদিকে শুধু মুম্বাই নয়, আগামী চার দিন মুম্বাইজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। জারি হয়েছে রেড অ্যালার্ট।
মুম্বাইয়ে ভবন ধসের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা শুরু হয়ে গেছে। বিজেপি দাবি করেছে, এই ঘটনা রীতিমতো খুনের শামিল। তাদের অভিযোগ, মহারাষ্ট্রের শাসক দল শিবসেনার উদাসীনতার কারণে এই ঘটনা ঘটেছে।