টুইটারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা চাকরিচ্যুত
মার্কিন ধনকুবের এবং টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ক মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনতে রাজি হওয়ার পর প্রতিষ্ঠানটির দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন।
ওই দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার টুইটার যাওয়া এলন মাস্কের জন্য সবচেয়ে বড় ধাক্কা। তাঁরা টুইটারের ভোক্তা ও রাজস্ব বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে টুইটারেরেএকজন মুখপাত্র বিবিসিকে বলেন, ‘আমরা দায়িত্বশীল ও দক্ষ হচ্ছি, তা নিশ্চিত করার জন্যই অ-শ্রমিক খরচ ফিরিয়ে আনছি।’
কায়ভন ব্যাকপুর, যিনি টুইটারের ভোক্তা বিভাগের নেতৃত্ব দিয়েছেন এবং ব্রুস ফ্যালক, যিনি রাজস্ব তত্ত্বাবধান করেছেন, উভয়েই বৃহস্পতিবার টুইট করেছেন, প্রতিষ্ঠানটি থেকে বিদায় তাঁদের নিজেদের সিদ্ধান্ত নয়।
সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারের পুরো শেয়ার কিনতে ইলন মাস্কের খরচ পড়েছে চার হাজার ৪০০ কোটি মার্কিন ডলার।