টুইটারে জরিপে হেরে যাওয়া ইলন মাস্ক কি সরে দাঁড়াবেন?
ইলন মাস্ক টুইটারের প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবে কি না এমন এক জরিপ করেছেন তিনি। এতে অংশ নেওয়া বেশিরভাগ ভোটারই তাকে সরে দাঁড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। খবর বিবিসির।
সম্প্রতি ইলন মাস্কের এক টুইট থেকে জানা গেছে, প্রায় এক কোটি ৮০ লাখ মানুষ জরিপে অংশ নিয়েছিলেন। জরিপে ৫৭ দশমিক ৫ শতাংশ উত্তরদাতাই বলেছেন, ইলন মাস্কের উচিৎ টুইটারের প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়া।
জানা গেছে, গতকাল রোববার রাতে এই জরিপ করেন ইলন মাস্ক। জরিপের আগে, ফলাফল মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রযুক্তির এই ধনকুবের।
নিজের ১২ কোটি ২০ লাখ ফলোয়ারের মধ্যে এই জরিপে তিনি প্রশ্ন করেছিলেন, ‘টুইটারের শীর্ষ পদ থেকে আমার কি সরে দাঁড়ানো উচিত? জরিপের ফল যেটাই হোক আমি মেনে নেব।’
ইলন মাস্ক জরিপের ফল মেনে নেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রযুক্তির এই ধনকুবের যিনি টেসলা ও স্পেস-এক্সেরও প্রধান, টুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাপক সমালোচনার মুখে আছেন। আদালতে একটি মামলায় লড়ে ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে গত অক্টোবরে টুইটারের নিয়ন্ত্রণ নেন। এখন প্রশ্ন দেখা দিয়েছে, ইলন মাস্ক কী তার প্রতিশ্রুতি রক্ষা করবেন?
ওয়েডবুশ সিকিউরিটিজ নামের একটি প্রতিষ্ঠানের সিনিয়র ইকুইটি এনালিস্ট ড্যান আইভস বিবিসিকে বলেন, ‘আমার বিশ্বাস এই ভোটের ফলাফলে টুইটার প্রধান নির্বাহীর পদ থেকে ইলন মাস্ক সরে দাঁড়াবে।’