টেসলার ১০ শতাংশ শেয়ার বিক্রির পক্ষে ভোট মাস্কের টুইটার অনুসারীদের
নিজের কোম্পানির ১০ শতাংশ শেয়ার বিক্রি করবেন কি না, তা নিয়ে টুইটার অনুসারীদের মধ্যে ভোট চেয়ে পোল পোস্ট করেছিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতাপ্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তি এলন মাস্ক। ভোটে বেশির ভাগ টুইটার অনুসারী শেয়ার বিক্রির পক্ষে মত দিয়েছেন। পরে এলন মাস্ক বলেছেন, ‘যে ফলাফলই আসুক আমি মেনে নিতে প্রস্তুত ছিলাম।’ এ নিয়ে প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সোয়া ছয় কোটির বেশি টুইটার অনুসারীদের মতামত জানতে চেয়ে নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন এলন মাস্ক। ৫৭ দশমিক ৯ শতাংশ ভোট শেয়ার বিক্রির পক্ষে গেছে। অপরদিকে, ৪২ দশমিক ১ শতাংশ বিক্রির বিপক্ষে মত দিয়েছেন। ৩৫ লাখের বেশি অনুসারী ভোট দিয়েছেন।
টেসলায় এলন মাস্কের অন্তত ১০ শতাংশ শেয়ার বিক্রি করে দিলে তিনি আয়কর এড়াতে পারবেন। কোনো ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বেতন বা বোনাস নেন না, শুধু মালিকানার শেয়ার রয়েছে বলে জানান তিনি।
৩০ জুনের হিসাব অনুযায়ী, টেসলায় এলন মাস্কের শেয়ার সংখ্যা ১৭ কোটি পাঁচ লাখ। রয়টার্স বলছে—গত শুক্রবারের হিসাব অনুযায়ী, ১০ শতাংশ শেয়ারের দাম দাঁড়ায় ২১০ কোটি মার্কিন ডলার।
সম্প্রতি এলন মাস্ক এক টুইটে বলেন, টেসলার শেয়ার বিক্রি করে ৬০০ কোটি মার্কিন ডলার জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থায় (ডব্লিউএফপি) অনুদান হিসেবে দিতে চান তিনি।