টোকিওর বাসভবনে আনা হলো শিনজো আবের মরদেহ
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের মরদেহ তাঁর টোকিওর বাসভবনে আনা হয়েছে। একটি মোটরযানে করে তাঁকে সেখানে আনা হয়। খবর বিবিসির।
শিনজো আবেকে গতকাল শুক্রবার দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে পশ্চিম জাপানের নারা শহরে ভাষণ দেওয়ার সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানায় দেশটির স্থানীয় প্রভাবশালী পত্রিকা দ্য জাপান টাইমস। তাঁর ঘাড়ে ও বুকে গুলি লাগে বলে জানায় কয়েকটি সংবাদমাধ্যম। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদা এ আক্রমণকে ‘গণতন্ত্রের ওপর সরাসরি আক্রমণ’ এবং মতপ্রকাশের স্বাধীনতার দমন বলে উল্লেখ করেন।
স্থানীয় সংবাদ মাধ্যম ‘দ্য আসাহি শিম্বুন’ গতকালই জানায়, আবের ওপর হামলার ঘটনায় ৪১ বছর বয়সি এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।