‘ট্রাম্পকে হারাতে’ মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন সত্তরোর্ধ্ব ধনকুবের
আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে লড়তে যাচ্ছেন নিউইয়র্কের তিনবারের নির্বাচিত মেয়র মাইকেল ব্লুমবার্গ।
গত কয়েক দিনের জল্পনার অবসান ঘটিয়ে গতকাল রোববার এক টুইট বার্তায় ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচনী দৌড়ে নামার কথা নিশ্চিত করেন মার্কিন এই ধনকুবের ব্যবসায়ী। টুইটে মাইকেল ব্লুমবার্গ লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে হারাতে এবং আমেরিকাকে পুনর্গঠন করতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছি।’
এরই মধ্যে নির্বাচনী প্রচারণার জন্য মাল্টিমিলিয়ন ডলার ব্যয়ে ক্যাম্পেইন টিম গঠন করেছেন তিনি। ব্লুমবার্গ তাঁর নিজের ওয়েবসাইটে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া ও অনৈতিক নীতিমালা আর সহ্য করা সম্ভব নয়।
প্রাথমিকভাবে ব্লুমবার্গের নির্বাচনী প্রতিশ্রুতিতে ধনীদের ওপর কর বাড়ানো, সুরক্ষিত স্বাস্থ্যবিমা, অস্ত্র আইন সংশোধন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিষয়গুলো উঠে এসেছে। তবে প্রেসিডেন্ট পদে প্রার্থিতার মনোনয়ন নিশ্চিত করতে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের সঙ্গে লড়াই করতে হবে ব্লুমবার্গকে।
আগেই জানা গিয়েছিল, ২০২০ সালে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ভাবছেন বিলিওনেয়ার ব্যবসায়ী মাইকেল ব্লুমবার্গ। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টক্কর দিতেই ডেমোক্রেটিক দলের টিকেটে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি মাথায় নিয়েছিলেন ব্লুমবার্গ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নিউইয়র্ক সিটির সাবেক মেয়র ব্লুমবার্গের মুখপাত্র চলতি মাসের শুরুর দিকে জানিয়েছিলেন, এ মুহূর্তে যাঁরা প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন, তাঁরা কেউই ট্রাম্পকে টেক্কা দেওয়ার মতো যোগ্য নন বলে মনে করেন ব্লুমবার্গ।
এরই পরিপ্রেক্ষিতে ৭৭ বছর বয়সী মাইকেল ব্লুমবার্গ ডেমোক্রেটিক পার্টির টিকেটে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেন।
কে এই মাইকেল ব্লুমবার্গ?
ফোর্বস ম্যাগাজিনের জরিপ অনুযায়ী, মাইকেল রুবেনস ব্লুমবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টম শীর্ষ ধনী। বর্তমানে তাঁর সম্পদের অর্থমূল্য পাঁচ হাজার ৪৪০ কোটি মার্কিন ডলার।
ম্যাসাচুসেটসে জন্ম নেওয়া ব্লুমবার্গ ওয়াল স্ট্রিটে ব্যাংকার হিসেবে কর্মজীবন শুরু করেন। এর পর সময়ের পরিক্রমায় প্রতিষ্ঠা করেন অর্থনীতি, সফটওয়্যার, উপাত্ত ও গণমাধ্যম প্রতিষ্ঠান ব্লুমবার্গ এলপি। শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে লাখ লাখ মার্কিন ডলার ব্যয় করেছেন ব্লুমবার্গ।
মার্কিন এই ধনকুবের ২০০১ সালে নিউইয়র্কের মেয়র পদে নির্বাচন করে জয়লাভ করেন। এর পর ২০১৩ সাল পর্যন্ত টানা তিনবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন ব্লুমবার্গ।
এক দশকেরও বেশি সময় ধরে ব্লুমবার্গের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থিতা নিয়ে গুঞ্জন চলছিল।
এ মুহূর্তে ট্রাম্পকে হটিয়ে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার প্রাথমিক লড়াইয়ে মাঠে রয়েছেন ১৭ জন সম্ভাব্য প্রার্থী।
এঁদের মধ্যে ডেমোক্রেটিক দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ভারমোন্টের সিনেটর বার্নি স্যান্ডারস।
তবে সাম্প্রতিক কয়েকটি জনমত জরিপ বলছে, ওয়ারেন বা স্যান্ডারস যদি ডেমোক্রেটিক দলের প্রার্থিতা পান, তাঁরা ট্রাম্পকে হারাতে পারবেন না।