ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কংগ্রেস কমিটির সমন জারি
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে গত বছরের ৬ জানুয়ারির হামলার বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি করেছে কংগ্রেস কমিটি।
কোনো রকম বিরোধিতা ছাড়াই ৯-০ ভোটে প্যানেলের এই সিদ্ধান্ত পাস হয় কংগ্রেস কমিটিতে। ভোটের আগে প্যানেলের ভাইস চেয়ারপারসন লিজ চেনি বলেন, ‘আমরা বিনীতভাবে এই ঘটনার বিষয়ে সরাসরি জানতে তাঁর প্রতি আহ্বান জানাচ্ছি।’ খবর আল জাজিরার।
কংগ্রেসের ওই প্যানেল তাদের বৃহস্পতিবারের সেশনের বেশিরভাগ সময় কাটায় আগের তথ্যের বিশ্লেষণে ও অভিযোগের বিষয়ে যেখানে ট্রাম্প তার শীর্ষ উপদেষ্টাদের পরামর্শ সত্ত্বেও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় মেনে নিতে অস্বীকৃতি জানান।
বরং এই রিপাবলিকান নেতা ক্রমাগতভাবে নির্বাচনে ‘কারচুপির’র মিথ্যা অভিযোগ করতে থাকেন যার পরিণতিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে।
কংগ্রেস কমিটির সামনে ডোনাল্ড ট্রাম্পের শপথ করে নিজের অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি হবে যুক্তরাষ্ট্রের জন্য একটি অবিস্মরণীয় ঘটনা।
অন্যদিকে ট্রাম্পের আইনজীবীরা এই সমনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন বলে জানা গেছে।
এদিকে, ভোট গ্রহণের আগে কমিটির চেয়ারম্যান হিসেবে কংগ্রেস সদস্য বেনি থম্পসন বলেন, ‘তিনিই হলেন ওই দিনে যা ঘটেছিল সে বিষয়ে জানার জন্য কেন্দ্রীয় চরিত্র, সুতরাং আমরা তা কাছ থেকেই শুনতে চাই।’ তিনি বলেন, ‘এ বিষয়ে পুরো ঘটনার একটি বিবরণ পেতে আমাদের ক্ষমতার মধ্যে সব কিছু করতে চাই আমরা এবং ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে সে বিষয়ে সুপারিশমালা তৈরি করতে চাই।’
থম্পসনের মতে সাবেক একজন প্রেসিডেন্টের বিরুদ্ধে সমন জারি করা একটি অন্যরকম ঘটনা এবং এ কারণেই আমেরিকার জনগণের সামনে তা তুলে ধরা প্রয়োজন।