তালেবান আমলে কাবুল ছাড়ল প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট
আফগানিস্তান তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার প্রায় এক মাস পর কাবুল বিমানবন্দর থেকে প্রথম যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট উড্ডয়ন করেছে। পাকিস্তানের ইসলামাবাদ থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) একটি ফ্লাইট আজ সোমবার কাবুলে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে ইসলামাবাদের উদ্দেশে কাবুল ছাড়ে ফ্লাইটটি। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।
ফ্লাইটটিতে করে ভ্রমণের বৈধ কাগজপত্র রয়েছে এমন লোকজনকে কাবুল থেকে ইসলামাবাদে নেওয়ার কথা রয়েছে বলে জানান পাকিস্তানের রাষ্ট্রীয় উড়োজাহাজ কোম্পানি পিআইএ’র একজন মুখপাত্র।
তবে, এটি ক্লাসিফায়েড বাণিজ্যিক নাকি সাধারণ বাণিজ্যিক ফ্লাইট তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। এটি বিশেষ বাণিজ্যিক চার্টার ফ্লাইটও হতে পারে।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তান নিয়ন্ত্রণে নেওয়ার পর এটিই প্রথম কোনো বাণিজ্যিক ফ্লাইট। ৩০ আগস্ট পর্যন্ত বিদেশি সেনা ও দেশত্যাগে ইচ্ছুক আফগানদের নিয়ে যুক্তরাষ্ট্রসহ মিত্র দেশগুলোর সামরিক ফ্লাইট কাবুল বিমানবন্দরে ওঠানামা করে। শুধু যুক্তরাষ্ট্রই এক লাখ ২০ হাজারের বেশি মানুষকে কাবুল থেকে সরিয়ে নেয়।