তীব্র তাপদাহেও জাপানে সাড়ে ৩ কোটি মানুষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান
টোকিও ও এর আশপাশের প্রায় তিন কোটি ৭০ লাখ মানুষকে কম বিদ্যুৎ ব্যবহার এবং সংযত এসি কম চালানোর আহ্বান জানিয়েছে জাপান সরকার। অথচ তীব্র তাপদাহে দেশটির মানুষ নাজেহাল। জাপানের কিছু কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ মঙ্গলবার এ তথ্য জানায়।
দেশ বিদ্যুৎ সংকটে রয়েছে, এমনটি উল্লেখ করে জাপানের রাজধানীসহ পার্শ্ববর্তী লোকজনকে দুপুরে তিন ঘণ্টা লাইট বন্ধ করে রাখতে এবং এসি ঠিকঠাক মতো ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় গতকাল সোমবার জানায়, ‘খুব একটা দরকার নেই এমন লাইট বন্ধ রেখে, দয়া করে যতটা সম্ভব বিদ্যুৎ কম খরচ করুন।’
এ বছরের মার্চে উত্তরপূর্বাঞ্চলে ভূমিকম্পের পর থেকেই জাপানে বিদ্যুতের সংকট শুরু হয়। ভূমিকম্পের সময় কিছু পরমাণু বিদ্যুৎকেন্দ্র উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয়। যদিও ২০১১ সালের পর থেকে শুরু করে এ পর্যন্ত বর্তমানেই জাপানে বিদ্যুতের চাহিদা সবচেয়ে বেশি।
জাপানে তাপদাহের কারণে বিশেষভাবে ঝুঁকির মধ্যে রয়েছেন বয়োজ্যেষ্ঠরা। দেশটির ২৮ শতাংশই বয়োজ্যষ্ঠ।