তুরস্কের দাবি অতিরিক্ত : ন্যাটোতে যোগদান প্রসঙ্গে সুইস প্রধানমন্ত্রী
সুইডেনের ন্যাটোতে যোগদানে আপত্তি তুলে নিতে তুরস্ক সুইডেনের সামনে যেসব শর্ত রেখেছে সেগুলো অতিরিক্ত বলে বর্ণনা করে দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, তার দেশের পক্ষে আঙ্কারার সব দাবি পূরণ করা সম্ভব নয়।
শনিবার (৭ জানুয়ারি) সুইডেনে প্রতিরক্ষা পরামর্শকদের সঙ্গে এক সম্মলনে ক্রিস্টারসন এ কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
তিনি বলেন, ‘আমরা যেটা করবো বলেছিলাম সেটা আমরা করেছি। কিন্তু তারা এমন আরো কিছু জিনিস চেয়েছে যা আমরা দিতে পারবো না বা দিতে চাই না। আমাদের এবং তুরস্ক উভয় পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’
গত বছর ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসণ দেখে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে ফিনল্যান্ড ও সুইডেন মে মাসে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনে (ন্যাটো) অন্তর্ভুক্ত হওয়ার আবেদন জানায়।
তাদের ওই আবেদন নিয়ে আপত্তি তোলে ন্যাটো সদস্য তুরস্ক। ন্যাটোর গঠনতন্ত্র অনুযায়ী কোনো একটি সদস্য রাষ্ট্রের আপত্তি থাকলে নতুন কোনো দেশ সংগঠনটির সদস্য হতে পারবে না। তাই অন্যান্য সদস্যদের আপত্তি না থাকলেও শুধু তুরস্কের কারণে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান আটকে আছে।
ফিনল্যান্ড ও সুইডেনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ, দেশদুটি নিজেদের ভূখণ্ডে সন্ত্রাসী ও সন্ত্রাসী সংগঠনকে আশ্রয়-প্রশ্রয় দেয়। বিশেষ করে তুরস্ক সরকারের সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করা কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির সদস্যদের আশ্রয় দেওয়া নিয়ে ঘোর আপত্তি জানিয়ে আঙ্কারা তাদের ফেরত দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে।