তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির সংসদ সদস্য ও জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। আজ শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সংসদ সদস্য ডেরেক ও ব্রায়নের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন আসানসোলের বিজেপির এই সংসদ সদস্য।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব হারানোর পর রাজনীতি ছাড়ার ঘোষণা দেন বাবুল সুপ্রিয়। এরপর থেকে বাবুলকে বোঝানোর চেষ্টা করেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। এমনকি ভবানীপুর আসনের উপনির্বাচনে ২০ জন তারকার প্রচারকের তালিকায় রাখা হয় তাঁর নাম। যদিও প্রচার করবেন না বলে জানিয়ে দেন বাবুল সুপ্রিয়। এরপর তৈরি হয় নানা জল্পনা। পাকাপাকিভাবে তৃণমূলে যোগ দেওয়ার মাধ্যমে যার অবসান হলো আজ।
গত কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে বাবুল সুপ্রিয় জানান, রাজনীতিতে আর ফিরবেন না। গান নিয়েই ব্যস্ত থাকবেন। শুধু তাই নয়, তাঁর পোস্টজুড়ে ছিল রাজনীতি থেকে সরে যাওয়ার বার্তা। তবে ফেসবুকে দেওয়া কথা রাখতে পারলেন না এই সংগীতশিল্পী।
বাবুল সুপ্রিয়কে নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। কিন্তু বারবার সেই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপির নেতারা। এমনকি খোদ বাবুলও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বহুবার।
তৃণমূল সংসদ সদস্য তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেকের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বাবুলকে ছিনিয়ে নেওয়া কার্যত ‘মাস্টারস্ট্রোক’ তৃণমূলের কাছে। বাবুলের যোগদানের পরেই ডেরেক টুইট করে বলেন, ‘খেলা হবে...!’।
মাঝে মধ্যে দেখা যেত, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ঝামেলাতে জড়িয়ে পড়তেন বাবুল সুপ্রিয়। প্রকাশ্যে বাবুলকে নিয়ে মন্তব্য করতেন দিলীপ ঘোষ। আবার পাল্টা মন্তব্য করতেন বাবুলও। দুজনের সংঘাত বারবার প্রকাশ্যে এসেছে। এমনকি কেন্দ্রীয় মন্ত্রীর পদ হারানোর পর প্রকাশ্যে বাবুলের সমালোচনা করেন দিলীপ ঘোষ। তা নিয়েও সংঘাত তৈরি হয়েছিল।
এ ছাড়া বিধানসভা নির্বাচনের আগে আসানসোলের তৎকালীন মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে দলে নেওয়া নিয়ে সংঘাত তৈরি হয়। এর বিরোধিতা করার জন্যে দলের তোপের মুখে পড়তে হয় বাবুলকে। আর সেসময় থেকেই নাকি দল ছাড়ার সিদ্ধান্ত বাবুলের।
এর আগে এক ফেসবুক পোস্টে বাবুল লিখেছিলেন, ‘বেশ কিছু সময় তো থাকলাম, কিছু মন রাখলাম কিছু ভাঙলাম, কোথাও আপনাদের হয়ত আমার কাজে খুশি করলাম, কোথাও নিরাশ হতাশ করলাম। মূল্যায়ন আপনারাই নাহয় করবেন।’
বাবুল লেখেন, ‘আমার মনে ওঠা সব প্রশ্নের জবাব দেওয়ার পরই বলছি.. আমার মতো করেই বলছি.. চললাম..!’ তাঁর এই ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয় জোর রাজনৈতিক চর্চা।