তৃতীয়বার করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়
সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেতা বাবুল সুপ্রিয়। তাঁর কর্মচারীরাও করোনায় আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন বাবুল।
কোভিডে আক্রান্ত হয়েছেন বাবুল সুপ্রিয়র বাবা সুনীলচন্দ্র বড়াল এবং স্ত্রী রচনা। বাবুল তৃতীয় বার আক্রান্ত হলেও তাঁর বাবা ও স্ত্রী এ নিয়ে দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হলেন। বাবার ৮৪ বছর বয়স হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন বাবুল।
২০২০ সালের ডিসেম্বরে বাবুলের বাবা ও মা সুমিত্রা বড়াল করোনায় আক্রান্ত হয়ে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৯ ডিসেম্বর তাঁর মায়ের মৃত্যু হয়।
টুইট করে বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘আমি তৃতীয় বার কোভিড আক্রান্ত হলাম। মাকে হারিয়েছি। কিন্তু, বাবাকে কোনোভাবে বাঁচিয়ে এনেছি। আবার গত বছরের এপ্রিলে আক্রান্ত হয়েছিলাম।’