থাইল্যান্ড ঘুরতে যাওয়া রুশ পর্যটকেরা বিপদে
ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে বিভিন্ন দেশ। এ কারণে থাইল্যান্ড ঘুরতে যা্ওয়া হাজারো রুশ পর্যটক আটকা পড়েছেন। তাঁরা দেশে ফিরতে পারছেন না।
সম্প্রতি থাইল্যান্ডের কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে রুশ পর্যটকেরা থাইল্যান্ডে আটকে রয়েছেন। খবর রয়টার্স ও এএফপির।
গত মাসে ইউক্রেনে হামলার প্রেক্ষাপটে রাশিয়ার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও ব্যাংকের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। রাশিয়ার বেশ কিছু সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে। আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠানগুলোও রাশিয়ায় অর্থ লেনদেন করছে না।
করোনা মহামারির বিধিনিষেধ শিথিল হওয়ার পর থাইল্যান্ড ঘুরতে আসা পর্যটকদের বেশির ভাগই ছিল রাশিয়ার নাগরিক। এমন পরিস্থিতির কারণে তাঁদের অনেকেই এখন ফিরে যাওয়ার টিকিট পাচ্ছেন না।
থাইল্যান্ডের পর্যটন কর্তৃপক্ষের কর্মকর্তা চাতান কুনজারা না আউধা বলেন, ফুকেটে ৩ হাজার ১০০, সামুইতে ২ হাজার এবং ক্রাবি, ফাং না ও ব্যাংককেও বেশ কিছু পর্যটক আটকে রয়েছেন। যাঁরা দেশে ফিরতে চান, তাঁদের সাহায্য করতে চেষ্টা করছে মন্ত্রণালয়। পর্যটকদের জন্য বিশেষ ফ্লাইট আয়োজন নিয়ে আলোচনা চলছে।