দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে চুপ থাকতে বললেন কিমের বোন
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং শুক্রবার বলেছেন, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের মুখ বন্ধ রাখা উচিত। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পরমাণু অস্ত্র কর্মসূচি ছাড়লে উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়নে দক্ষিণ কোরিয়া সহায়তা দিতে আগ্রহী। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এমন আগ্রহের কথা জানান। এর জবাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে চুপ থাকতে বলেন কিম ইয়ো জং।
ইউন গত বুধবার তাঁর দায়িত্ব নেওয়ার প্রথম ১০০ দিন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়াকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার প্রস্তাবটি পুনর্ব্যক্ত করেন।
কিম ইয়ো জং উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘মুখ বন্ধ রাখাই তাঁর ভাবমূর্তির জন্য ভালো। তিনি আসলে সরল এবং এখনও শিশুসুলভ। কেউ ভুট্টার পিঠার জন্য তার ভাগ্য বিনিময় করতে পারে না।’