দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে নিহত দুই ফিলিস্তিনি
দখলকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুকে গুলিবিদ্ধ হয়ে মুহাম্মদ আজিজি (২৫) ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আব্দুল রহমান জামাল সুলেইমান সোব (২৮) নামের দুজন নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে নাবলুসে অভিযানের কথা স্বীকার করা হলেও হতাহতের তথ্য এখনও জানা নেই বলে উল্লেখ করা হয়েছে।
এ বছরের মার্চের শেষের দিক থেকে এ পর্যন্ত ইসরায়েল অন্তত ৫২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের বেশিরভাগই পশ্চিম তীরের। সম্প্রতি পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ নিহত হন।