দামেস্কে ইসরায়েলের বিমান হামলা, ২ বেসামরিক নাগরিক নিহত
সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জানা গেছে, সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি দুইজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, প্রতিবেশী লেবাননের উপর দিয়ে যাওয়ার সময় ইসরায়েলি যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্রগুলো সিরিয়ায় দিকে নিক্ষেপ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা।
ইসরায়েলের পক্ষ থেকেও হামলার ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবশ্য কখনোই এ ধরনের হামলার কথা স্বীকার করে না দেশটি। কিন্তু গত এক দশক ধরে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি।
সাধারণত রাতে সিরিয়ায় বেশি হামলা চালায় ইসরায়েল। সিরীয় ঘাঁটি, অস্ত্র বহর ও ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল।
তা ছাড়া সিরিয়ার গৃহযুদ্ধে বাশার আল আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে লড়াই করছে হিজবুল্লাহ। সে কারণে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করেও হামলা চালানো হচ্ছে।