দুর্গাপূজার থিমে ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম!
কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি সামাজিক মাধ্যমে বিখ্যাত হয়েছিলেন বীরভূমের বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর। তার ওই গানের থিম নিয়েই এবার মালদহে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। মৃৎশিল্পী সুশান্ত সরকার দুর্গা প্রতিমার সাজের মধ্য দিয়ে কাঁচা বাদাম গানের থিম তুলে ধরছেন। এজন্য তিনি বাদাম এবং বাদামের খোসা দিয়ে দুর্গা প্রতিমার সাজ তৈরি করছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
মৃৎশিল্পী সুশান্ত সরকার প্রতিবছর নিত্যনতুন থিমের প্রতিমা তৈরি করে থাকেন। এর আগেও সুতা, বোতাম, পূজার সামগ্রী দিয়ে প্রতিমা তৈরি করে দর্শকদের মন জয় করেছেন। তবে করোনা পরিস্থিতিতে মাঝে দুই বছর থিমের প্রতিমা তৈরি করতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক হতেই থিমের প্রতিমা তৈরি শুরু করেছেন।
এ বছর তিনি তৈরি করছেন মোট ১৯টি দুর্গা প্রতিমা। এর মধ্যে অন্যতম মালদহ শহরের রায়পাড়া আরতি সংঘের দুর্গা প্রতিমা।
এ প্রতিমা মাটি দিয়ে তৈরি হচ্ছে। সাজে থাকছে বাদাম ও বাদাম খোসা। উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে কার্ডবোর্ড, ফেভিকল, রঙিন সুতো, বাদামের খোসা এবং কাঁচা বাদাম। সাজ তৈরি করতে মোট ৩০ কেজি বাদাম লেগেছে। কাজ শেষ করতে আরও ১০ থেকে ১৫ দিন সময় লাগবে।
অক্টোবরের প্রথম থেকেই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। এরইমধ্যে শূরু হয়েছে জোর প্রস্তুতি। দর্শনার্থীদের মন জয় করতে মৃৎশিল্পী থেকে পূজা উদ্যোক্তারা নিজেদের মতো ব্যস্ততায় মেতে উঠেছেন।