দুর্নীতির দায়ে চীনা অস্ত্র কোম্পানির সাবেক প্রধান গ্রেপ্তার
চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা করপোরেশন নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কো. (নরিনকো)-এর সাবেক প্রধান ইয়িন জিয়াশুকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। দুর্নীতির অভিযোগে গত সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে জানানো হয়েছে, নরিনকোর সাবেক সেক্রেটারি ও চেয়ারম্যান ইয়িন জিয়াশুর বিরুদ্ধে ঘুষ গ্রহণের পাশাপাশি আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্য অবৈধভাবে সুযোগ তৈরি করে দেওয়া বা স্বজনপ্রীতির অভিযোগে রয়েছে। আর, এ অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা করপোরেশন নরিনকো বিভিন্ন ধরনের বেসামরিক ও সামরিক পণ্য তৈরি করে থাকে। এ ছাড়া প্রতিষ্ঠানটি সামরিক ও বেসামরিক নির্মাণ কাজের মধ্য দিয়ে চীনের উচ্চাভিলাষী প্রকল্প ‘বেল্ট অ্যান্ড দ্য রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই)-এও অবদান রাখে।