‘ধর্মীয় অবমাননার অভিযোগে’ ভারতে সাংবাদিক গ্রেপ্তার
ধর্মীয় অবমাননার অভিযোগ এনে ভারতে ফ্যাক্টচেকিং সাইট অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবাইরকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ জুবাইরের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে টুইট করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি টুইটে লেখেন, ‘একটি সত্যের কণ্ঠরোধ করা হলে হাজারো কণ্ঠ জেগে উঠবে।’
অল্টনিউজের সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা বলেন, মোহাম্মদ জুবাইরকে ২০২০ সালের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। এ মামলায় গ্রেপ্তার না করতে হাইকোর্টের নির্দেশনা ছিল। কিন্তু আজ সোমবার সন্ধ্যায় জানানো হলো, জুবাইরকে ২০১৮ সালের এফআইআরের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। অথচ কোনো নোটিশ না দিয়ে এমন গ্রেপ্তার আইনের পরিপন্থি।
২০২০ সালের মামলাটি টুইটারে এক তরুণীকে হেনস্তার অভিযোগে করা হয়েছিল। ওই মামলায় জুবাইরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জুবাইর সেসময় এক ব্যক্তির নাতনির সঙ্গে ওই ব্যক্তির ছবি পোস্ট করেন। পুলিশ এর আগে আদালতকে জানায়, ওই ঘটনায় জুবাইরের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণিত নয়। জুবাইর ওই পোস্টে তরুণীর ছবি ঝাপসা করে দিয়ে তা পোস্ট করেছিলেন।
পুলিশ স্বীকার করেছে, জুবাইরকে পুরোনো মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু তথ্যপ্রমাণের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানায়, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপির সাবেক নেতা নূপুর শর্মার অবমাননাকর মন্তব্যের বিষয়ে অনলাইনে সোচ্চার হওয়া প্রথম ব্যক্তিদের একজন ছিলেন মোহাম্মদ জুবাইর। পরে ইস্যুটি ভারত ছাড়িয়ে আরবসহ গোটা মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে কূটনৈতিকভাবে বেশ বেকায়দায় পড়ে বিজেপি তথা ভারত সরকার।