ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য কংগ্রেস নেতার, কর্ণাটক বিধানসভায় হাসির রোল
রাজ্য বিধানসভায় ধর্ষণ নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ভারতের কর্ণাটক রাজ্যের এক জ্যেষ্ঠ কংগ্রেস নেতা। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
প্রবীণ কংগ্রেস নেতা এবং কর্ণাটক বিধানসভার সাবেক স্পিকার রমেশ কুমার গতকাল বৃহস্পতিবার ধর্ষণ নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন।
কর্ণাটক বিধানসভার শীতকালীন অধিবেশন চলছে। সেখানেই ধর্ষণের বিষয়ে জঘন্য মন্তব্য করে বিতর্কে জড়ান কংগ্রেস বিধায়ক রমেশ কুমার।
কংগ্রেস বিধায়কেরা তাঁদের নির্বাচনি এলাকায় বৃষ্টিজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলার জন্য সময় চাইলে বিধানসভায় হট্টগোল তৈরি হয়। এ সময় স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কাগেরি বিধানসভার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে ব্যর্থ হন।
স্পিকার বিশ্বেশ্বর হেগড়ে কেগরি বলেন, ‘সবার জন্য সময় বরাদ্দ করলে হাউসের কাজ চলবে কীভাবে? আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আমি তাতেই সম্মতি জানাব। আমার মনে হয়, আপনারা এ পরিস্থিতি উপভোগ করুন। আমি পরিস্থিতির পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারব না।’
সে সময় রমেশ কুমার স্পিকারের উদ্দেশে বলেন, ‘একটা কথা আছে যে, ধর্ষণ অনিবার্য হলে শুয়ে থাকুন এবং উপভোগ করুন। আপনি এখন ঠিক তেমন পরিস্থিতির মধ্যেই আছেন।’
রমেশ কুমারের এমন মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা কেবল রমেশ কুমার নয়, আঙুল তোলেন বিধানসভার সব সদস্যের দিকে। কারণ, রমেশ কুমারের ওই মন্তব্যের পর স্পিকারসহ কোনো বিধায়কই এর প্রতিবাদ করেননি। বরং রমেশ কুমারের মন্তব্যে বিধানসভায় হাসির রোল পড়ে যায়। বিধানসভার স্পিকারও রমেশ কুমারের কথায় হাসতে শুরু করেন।
তবে, পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে টুইট করেন রমেশ কুমার। ভবিষ্যতে শব্দ চয়নে সতর্ক থাকবেন বলে জানান তিনি।
এর আগে বিধানসভার স্পিকার থাকাকালে ২০১৯ সালে রমেশ কুমার ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন।
ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২০ সালে কর্ণাটকে অন্তত ৫০৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে।