নতুন চ্যালেঞ্জের মুখোমুখি ব্রিটিশ প্রধানমন্ত্রী ট্রাস
ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার তাঁর পার্টিতে নতুন পরিকল্পনা সাজিয়েছেন। তিনি তাঁর করছাড়ের পরিকল্পনা থেকে সরে এসে অর্থায়নের উপায় খুঁজছেন। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির দিক লক্ষ্য রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। খবর রয়টার্স।
ব্রিটেনের নতুন এই নেতা ৬ সেপ্টেম্বর ক্ষমতায় আসার পর থেকে একটি অস্থির সময় পার করছেন।
এক দশকেরও বেশি সময়ের অর্থনৈতিক স্থবিরতা থেকে ব্রিটেনকে বের করে আনতে ট্রাস এবং তাঁর অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং ২৩ সেপ্টেম্বর ৪৫ বিলিয়ন পাউন্ডের অর্থবিহীন ট্যাক্স কাটছাটের পাশাপাশি প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার তাঁরা সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন।
এদিন ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্তেং টুইটে জানান, ব্রিটিশ বাণিজ্যের উন্নতির সঙ্গে সঙ্গে নিম্নবিত্তদের উপর থেকে করের বোঝা কমানো- আমাদের আর্থিক নীতির জন্য দুটোই সমান গুরুত্বপূর্ণ। আপাতত দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলতে নতুন ভাবে পরিকল্পনা শুরু হচ্ছে। তিনি বলেছেন, আমাদের জন্য যে চ্যালেঞ্জ রয়েছে, তার মোকাবিলা করতে হবে। সেই জন্যই করছাড়ের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হচ্ছে।