নায়ক হৃতিক রোশনকে পছন্দের জের, স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী!
বলিউড সুপারস্টার হৃতিক রোশনকে বেশ পছন্দ করতেন স্ত্রী। তাঁর যেকোনো ছবি দেখার জন্য উন্মুখ হয়ে থাকতেন তিনি। আর নায়কের প্রতি এই ভালোবাসা কাল হলো তাঁর। জীবন দিয়ে সেই মূল্য চুকাতে হলো তাঁকে!
দ্য নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এনডিটিভির অনলাইন সংস্করণের প্রতিবেদন জানিয়েছে, দীনেশ্বর বুধিদাত নামের ৩৩ বছর বয়সী ব্যক্তি তাঁর স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মঘাতী হয়েছেন। তাঁর স্ত্রীর নাম ডোনি ডোজয় (২৭)। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঘটেছে ওই ঘটনা। নিহত ডোনি যুক্তরাষ্ট্রের একটি বারে কাজ করতেন।
প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী হৃতিকের ভক্ত হওয়ায় বেশ হিংসা করতেন দীনেশ্বর। ডোনি যে বারে কাজ করতেন, সেই বারে ‘কারাওকে’ গান গাইতেন মালা রামধনি নামের ৫২ বছরের নারী। তিনি জানান, ডোনি বাসায় থাকলে হৃতিকের সিনেমা দেখতেন কিংবা হৃতিক অভিনীত গান দেখতেন। আর এতে তাঁকে বাধা দিতেন স্বামী দীনেশ্বর।
আর এর জেরেই স্ত্রীকে হত্যা করে তা প্রথমে শ্যালিকাকে জানান দীনেশ্বর। স্ত্রীর লাশ কোথায় রাখা আছে, তা-ও জানিয়ে দেন ফোনকলে। এর পর আত্মঘাতী হন দীনেশ্বর।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্ত্রীর প্রতি সন্দেহের বশবর্তী হয়েই এই কাণ্ড ঘটিয়েছেন দীনেশ্বর। ডোনি দেখতে বেশ সুন্দর ছিলেন। তিনি অনেক টাকা উপার্জন করতেন। আর এর ফলে তাঁর প্রতি সন্দেহের মাত্রা বাড়তে থাকে স্বামীর। অবশ্য স্বামীর নির্যাতনের কথা এর আগেও অনেকবার বন্ধুদের জানিয়েছিলেন ডোজয়।