নিউইয়র্কে ইহুদি সম্প্রদায়ের ওপর হুমকি, গ্রেপ্তার ২
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের পেন স্টেশনে ইহুদি সম্প্রদায়ের ওপর হুমকির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার পুলিশের তরফে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
এফবিআই এবং নিউইয়র্ক পুলিশের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স কর্তৃক ওই দুই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।
বিষয়টি সম্পর্কে অবগত হওয়ার পর শুক্রবার গভীর রাতে ওই দুই ব্যক্তিকে শনাক্ত করেন নিউইয়র্ক মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ)-র কর্মকর্তারা। এমটিএ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি ছুরি, একটি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং একটি ৩০ রাউন্ড ম্যাগাজিন জব্দ করেছে পুলিশ।
এক বিবৃতিতে বিষয়টি নিয়ে কথা বলেছেন নিউইয়র্ক পুলিশের কমিশনার কিচ্যান্ট সেওয়েল। তিনি বলেন, এফবিআই এবং নিউইয়র্ক পুলিশের টাস্ক ফোর্স শুক্রবার রাতে ইহুদি সম্প্রদায়ের প্রতি হুমকির বিষয়ে জানতে পেরে তথ্য সংগ্রহে মাঠে নামে। ওই হুমকির নেপথ্যে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে এবং তাদের নিবৃত্ত করতে পদক্ষেপ নেওয়া হয়।
গ্রেপ্তারকৃতদের খুঁজে বের করতে সহায়তার জন্য মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মকর্তাদের ধন্যবাদ জানান নিউইয়র্কের পুলিশ কমিশনার।
রয়টার্সের খবরে বলা হয়েছে, তাৎক্ষণিকভাবে ওই দুই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।