নিউজিল্যান্ডে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, নিউজিল্যান্ডের উত্তর আইল্যান্ডে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের জেরে এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
খবরে বলা হয়, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে ভূমিকম্পের জেরে আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। জানা গেছে, সমুদ্র উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে আছড়ে পড়তে পারে ঢেউ।
এ বছরের শুরুতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। দেশের বিপর্যয় মোকাবিলা এজেন্সি থেকে জানানো হয়, গভীর রাতে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে তীব্র ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যু হয়। এ ছাড়া আহতও হয় অনেকে।