নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রার গাড়ি নদীতে, বরসহ নিহত ৯
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বরযাত্রার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে বরসহ ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতের পুলিশ।
গাড়িটি রাজস্থানের সাওয়াই মধুপুর জেলার চৌথ কা বারওয়াদা গ্রাম থেকে মধ্যপ্রদেশের উজ্জয়নে যাচ্ছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি রাজস্থানের কোটা জেলার চম্বল নদীতে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
আজ রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযানে নামে।
প্রথমে পানির সাত-আট ফুট গভীরে তলিয়ে যাওয়া গাড়ি থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আরও দুটি লাশ মেলে।
‘গাড়িটির চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন ছিলেন, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন,’ বলেছেন পুলিশ সুপারিনটেন্ডেন্ট।
উদ্ধার অভিযান অব্যাহত আছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
‘চম্বল নদীতে গাড়ি পড়ে বরসহ ৯ বরযাত্রীর মৃত্যু খুবই দুঃখের ও দুর্ভাগ্যজনক। কালেকটরের সঙ্গে কথা হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। শোকার্ত পরিবারের প্রতি আমার সমবেদনা। ঈশ্বর তাদেরকে এই কষ্ট বইবার শক্তি দিন, বিদেহী আত্মার শান্তি কামনা করছি,’ টুইটারে লিখেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ।