ন্যাটো সম্মেলনে যোগ দিতে মাদ্রিদে বাইডেন
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যেই এ সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি। আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, জোটের পূর্ব প্রান্তে ন্যাটো বাহিনীকে আরও শক্তিশালী করার একটি ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছেন বাইডেন। কেননা, এখন পর্যন্ত যুদ্ধের গতি ধীর হয়ে আসার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।
গতকাল মঙ্গলবার বাইডেন বলেছেন, স্পেনের রোটা নেভাল স্টেশনে দুটি অতিরিক্ত ডেস্ট্রয়ার পাঠাচ্ছে ওয়াশিংটন। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক উপস্থিতি জোরদার করতেই এগুলো পাঠানো হচ্ছে।
এদিকে শীর্ষ সম্মেলন শুরুর আগেই ন্যাটোর সেনাসংখ্যা সাত গুণেরও বেশি বাড়ানোর ঘোষণা দিয়েছেন জোটের মহাসচিব জেনস স্টোলটেনবার্গ। জোটের হাই রেডিনেস ফোর্সের সদস্য সংখ্যা ৪০ হাজার থেকে বাড়িয়ে তিন লাখ করার ঘোষণা দিয়েছেন তিনি। মূলত ইউক্রেনে রুশ আগ্রাসনের বাস্তবতায় এমন সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ন্যাটো সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।