পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় বিশ্বনেতাদের নিন্দা
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বাহিনীর হামলা এবং আগুন লাগার ঘটনায় একটি গোটা মহাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে—রাশিয়ার ওপর এমন অভিযোগ বিশ্বনেতাদের। খবর বিবিসির।
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এনারহোদার শহরে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সামরিক তৎপরতা বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আর, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন—পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার এ ঘটনা শুধু ইউরোপ ও ইউক্রেনের জন্য নয়, পুরো বিশ্বের জন্য উদ্বেগজনক।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন—এ ধরনের ঘটনা পুরো ইউরোপকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
আর, যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী ডমিনিক রাব বলছেন—ইউক্রেনের পরমাণু বিদ্যুৎকেন্দ্রের ওপর রাশিয়ার হামলা গুরুতর একটি বিষয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে ব্রিটিশ উপ-প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বাস করা খুব কঠিন যে, রুশ সেনার ইচ্ছাকৃতভাবে হামলা করেননি।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনাকে ‘ভয়ংকর’ বলে মন্তব্য করেছেন।
টুইটারে এক বার্তায় ট্রুডো জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়টি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁর কথা হয়েছে।
রুশ সৈন্যরা এরই মধ্যে জেপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রে পাঁচ হাজার ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, যা ইউক্রেনের মোট বিদ্যুৎ উৎপাদনের এক-পঞ্চমাংশ। এর আগে রুশ সৈন্যদের হামলায় বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন ধরে যায়। যদিও পরে সেটি নেভানো হয়। বিদ্যুৎকেন্দ্রের আশপাশে রাশিয়া ও ইউক্রেন সৈন্যদের মধ্যে ব্যাপক সংঘাত হয়।