পরীক্ষাকেন্দ্রে সবাই তরুণী, দেখে জ্ঞান হারালেন তরুণ
দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রে যায় তরুণ। খুঁজে খুঁজে যায় পরীক্ষার হলে। তবে, সেখানে গিয়েই ঘটে বিপত্তি। হলে ৫০ তরুণীর মধ্যে একমাত্র তিনিই পুরুষ। ভীতসন্ত্রস্ত হয়ে জ্ঞান হারান ওই তরুণ। ঘটনাটি পূর্ব ভারতের বিহার রাজ্যের। খবর হিন্দুস্তান টাইমসের।
যদিও ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, ওই পরীক্ষাকেন্দ্রে ৫০০ তরুণী ছিল। কুমারপ্রকাশ৪ইউয়ের এক টুইটের ভিডিও বার্তায়ও একই দাবি করা হয়।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, বুধবার বিহারের ব্রিলিয়ান্ট স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে এসে এক তরুণ জ্ঞান হারিয়েছেন। শঙ্কর নামের ওই পরীক্ষার্থী বিহার শরীফ আল্লামা ইকবাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরীক্ষার প্রশ্নপত্র দেখে এমনটি হয়নি শঙ্করের সঙ্গে। হল রুমে যখন তিনি দেখেন সেখানে ৫০ তরুণীর মাঝে তিনিই একমাত্র তরুণ। এরপরেই জ্ঞান হারান তিনি।
স্নায়ুবিক দুর্বলতার কারণেই তিনি জ্ঞান হারিয়েছেন বলে জানানো হয় ওই প্রতিবেদনে। বলা হয়েছে—বর্তমানে জ্বরেও ভুগছেন এই শিক্ষার্থী।
শঙ্করের এক আত্মীয় জানান, জ্ঞান হারানোর পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষার হল ভর্তি তরুণী দেখে ঘাবড়ে যান তিনি। এরপর থেকেই জ্বরে ভুগছেন শঙ্কর।
বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শঙ্কর। তরা অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা।