পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি তরুণের মৃত্যু
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১৯ বছর বয়সি এক ফিলিস্তিনি তরুণের মৃত্যু হয়েছে। খবর আরব নিউজের।
ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, আজ সোমবার ভোরে ইসরায়েলি বাহিনীর গ্রেপ্তার অভিযান চলাকালীন সংঘর্ষের সময় ওই তরুণ গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তাহের জাকারনেহ নামের ওই তরুণ ইসরায়েলি শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ঘাঁটি পশ্চিম তীরের জেনিন শহরের কাছে মাথায়, পায়ে এবং উরুতে গুলিবিদ্ধ হন।
ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব, যেটি বর্তমান এবং সাবেক ফিলিস্তিনি বন্দীদের প্রতিনিধিত্ব করে, বলেছে ইসরায়েল কাবাতিয়া শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা পশ্চিম তীরে অভিযানের সময় সহিংস প্রতিবাদের মুখোমুখি হয়েছিল। এসময় ফিলিস্তিনিরা ইসরায়েলি সৈন্যদের দিকে ফায়ারবোমা এবং পাথর নিক্ষেপ্ত করে। এর জবাবে পশ্চিম তীরে সারারাত অভিযান চালিয়ে ১৭ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়।