পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর অভিযানে ফিলিস্তিনের চার নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও কিছু লোক।
আজ রোববার স্থানীয় সময় সকালে পশ্চিম তীরের কয়েকটি গ্রামে অভিযান চালায় ইসরায়েলের সৈন্যরা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বিবৃতির মাধ্যমে বলেছেন, হামাস সন্ত্রাসীদের হামলা চালানোর তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী। যদিও এতে ঠিক কতজন হতাহত হয়েছেন সে সম্পর্কে কিছু বলেননি তিনি।
এদিকে সশস্ত্র অভিযান প্রসঙ্গে ইসরায়েলের সামরিক মুখপাত্রও এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেননি।
পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) জানায়, গাজা নিয়ন্ত্রণে রাখা হামাসের ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল। মূলত তাদের প্রতিহত করতেই পশ্চিমতীরে অভিযান চালিয়েছে দেশটি।
পিএ’র স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এবারের হামলায় নিহতরা হলেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বিদ্দু গ্রামের তিনজন, এই এলাকাটি জেরুজালেমের উত্তর-পশ্চিমে অবস্থিত। আরেকজন মারা যান ফিলিস্তিনির জেনিনের বারকিন গ্রামে।
এ দিকে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল ছাড়তে ইসরায়েলকে এক বছরের সময় বেঁধে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ইসরায়েল যদি এতে ব্যর্থ হয় তাহলে তাদের স্বীকৃতি প্রত্যাহারেরও হুমকি দিয়েছেন তিনি।
উল্লেখ, গেল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভার্চুয়াল বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। মূলত এর পরপরই ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেল।