পশ্চিম তীরে নিজেদের গুলিতে দুই ইসরায়েলি সেনা নিহত
পশ্চিম তীরে একটি সেনা ঘাঁটির কাছে অন্ধকারের মধ্যে ফিলিস্তিনি বন্দুকধারী ভেবে ইসরায়েলের এক সেনার চালানো গুলিতে দুই ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, বুধবার রাতের অনুশীলনের পর জর্ডান উপত্যকায় একটি সন্দেহজনক অবয়ব লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হলে তারা নিহত হন। দুজনই একটি কমান্ডো ইউনিটের মেজর পদধারী ছিলেন বলে জানান তিনি।
মুখপাত্র বলেন, তাদের (মেজর) কার্যক্রমকে ফিলিস্তিনিদের আক্রমণ মনে করেছিলেন একই ইউনিটের আরেক সেনা সদস্য। পাল্টা আক্রমণ হিসেবে ওই সেনা গুলি চালালে দুই জন নিহত হন।
ইসরায়েল ১৯৬৭ সালের যুদ্ধের মাধ্যমে পশ্চিম তীর দখল করেছিল। এদিকে, ফিলিস্তিনিরা পশ্চিম তীর অঞ্চলটিসহ গাজা উপত্যকা নিয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম।