পাঁচ বছরের কম বয়সিদের জন্য তিন ডোজের টিকার পরিকল্পনা ফাইজারের
পাঁচ বছরের কম বয়সিদের জন্য কোভিড-১৯ টিকার তৃতীয় ডোজের পরীক্ষা-নিরীক্ষা করার ঘোষণা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
ফাইজার বলছে—বেশি ছোট শিশুদের জন্য উপযোগী কম ডোজের টিকা একটু বড় শিশুদের জন্য প্রযোজ্য দুই ডোজের টিকার মতো একই ধরনের সুরক্ষা না-ও দিতে পারে। এ কারণে বেশি ছোট শিশুদের জন্য তৃতীয় ডোজ আনার পরিকল্পনা করছে ফাইজার।
ফাইজার আশা করছে—তারা শিশুদের জন্য উপযোগী টিকা আগামী বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করতে পারবে।
চলমান ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে ফাইজার ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য প্রতি ইনজেকশনে তিন মাইক্রোগ্রামের ডোজ নির্ধারণ করেছে। এই ডোজ প্রাপ্তবয়স্কদের দেওয়া ৩০ মাইক্রোগ্রামের চেয়ে ১০ গুণ কম এবং পাঁচ থেকে ১১ বছর বয়সিদের দেওয়া ১০ মাইক্রোগ্রামের তুলনায় অনেকটা কম।
দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ১০ মাইক্রোগ্রামের ডোজ দিয়ে দেখা গেছে—পাঁচ বছরের বেশি বয়সি শিশুদের তুলনায় ছোট শিশুরা জ্বরে বেশি আক্রান্ত হয়েছে। এ কারণে ফাইজার কম মাত্রার ডোজ নির্ধারণ করতে বাধ্য হয়। কিন্তু, দেখা যায়—তিন মাইক্রোগ্রামের দুটি ইনজেকশন দেওয়া শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা টিকা দেওয়া কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের তুলনায় দুর্বল।
এর পরিপ্রেক্ষিতে ফাইজার ক্লিনিকাল ট্রায়ালে তৃতীয় ডোজ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। ‘দ্বিতীয় ডোজের কমপক্ষে দুই মাস পরে’ এই তৃতীয় ডোজ দিতে হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইজার জানিয়েছে।
আর, টিকার প্রথম দুটি ডোজ তিন সপ্তাহের ব্যবধানে দিতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বয়স্ক জনগোষ্ঠীর ক্ষেত্রে কোভিডের বুস্টার ডোজ করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষা বাড়াচ্ছে।
এ ছাড়া ফাইজার ১২ থেকে ১৭ বছর বয়সি ৬০০ কিশোরের ওপর ১০ বা ৩০ মাইক্রোগ্রামের একটি বুস্টার ডোজ পরীক্ষার জন্য ট্রায়াল শুরু করেছে বলে জানিয়েছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সি কিশোর-কিশোরীদের জন্য বুস্টার ডোজ অনুমোদিত।