পাকিস্তানকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ দিয়েছে চীন
পাকিস্তানকে সবচেয়ে বড় এবং উন্নত প্রযুক্তির যুদ্ধজাহাজ দিয়েছে চীন। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন লিমিটেডের নকশায় নির্মিত ফ্রিগেটটি গত সোমবার সাংহাইয়ে একটি কমিশনিং অনুষ্ঠানে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। খবর এনডিটিভির।
গত সোমবার গ্লোবাল টাইমসকে পাঠানো এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, ‘০৫৪এ/পি ফ্রিগেট’ ধরনের জাহাজটির নাম রাখা হয়েছে ‘পিএনএস তুঘরিল’।
বিশেষজ্ঞদের মতে, জাহাজটিতে ভূমি থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে হামলা চালানোর জন্য বেশ কয়েক রকমের মিসাইল রয়েছে। সাবমেরিন খুঁজে ধ্বংস করতেও সক্ষম এটি।
জাহাজটি অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থাপনা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার সঙ্গে আধুনিক আত্মরক্ষা সক্ষমতায় সজ্জিত।