পাকিস্তানের পার্লামেন্টে হট্টগোল, চারবার অধিবেশন মুলতবি
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্যনির্ধারণী পার্লামেন্ট অধিবেশনে ব্যাপক হট্টগোলের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে এ পর্যন্ত চার বার মুলতবি হয়েছে অধিবেশন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন’র অনলাইনে এ তথ্য জানানো হয়েছে।
আজ শনিবার পাকিস্তানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। কিন্তু অনাস্থা ভোটের আগে ইমরান খানের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংসদের ভেতর তুমল হট্টগোল ও বাকবিতণ্ডা শুরু হলে জাতীয় পরিষদের স্পিকার সাময়িকভাবে অধিবেশন মুলতবি করেন।
এর দুঘণ্টা পর আবার অধিবেশন শুরু হয়। পরে দেওয়া হয় জোহরের নামাজের বিরতি। এরপর পুনরায় শুরু হলেও বিরোধী সদস্যদের হট্টগোলের মুখে বিরতিতে যান স্পিকার। অল্প সময়ের ব্যবধানে দুদফায় দেওয়া হয় ইফতার ও এশার নামাজের বিরতি। রাত সাড়ে ৯টায় তা আবার শুরু হওয়ার কথা থাকলেও বিলম্বিত হচ্ছে।
ডন বলছে, শেষমেষ পাকিস্তানের সময় শনিবার রাত ১২টার (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টা) মধ্যে অনাস্থা প্রস্তাবের ভোট না করা হলে, দেশটির স্পিকার আসাদ কায়সার আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।
গত ৩ এপ্রিল অনাস্থা প্রস্তাবকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় পরিষদ ভেঙে দেন প্রেসিডেন্ট। ওই দিনই এ নিয়ে স্বতঃপ্রণোদিত (সুয়োমটো) শুনানি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। এরপর টানা পাঁচ দিনের দীর্ঘ শুনানি শেষে গত বৃহস্পতিবার অনাস্থা প্রস্তাব খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত অসাংবিধানিক ঘোষণা করে সর্বসম্মত রায় দেন সর্বোচ্চ আদালত। জাতীয় পরিষদ পুনর্বহাল করে আজ অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটিরও নির্দেশ দেন সুপ্রিম কোর্ট।