পাকিস্তানের পেশোয়ারে থানায় গ্রেনেড হামলা
পাকিস্তানের পেশোয়ারে থানায় গ্রেনেড হামলায় অজ্ঞাত ব্যক্তিদের গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে।
শনিবার পেশোয়ারের ফান্ডু থানায় মূল দেওয়ালের বাইরে থেকে দুটি গ্রেনেড ছোড়েন এক ব্যক্তি। এতে তিন পুলিশ আহত হন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে (এলআরএইচ) নেওয়া হয়েছে। গ্রেনেড ছোড়ার ভিডিও ফুটেজ পাওয়া গেছে। হামলাকারীদের খুঁজে বের করতে অভিযান চলছে বলে জানিয়েছে পাকিস্তানের পুলিশ।
অন্যদিকে, এ মাসের শুরুতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের নওশেরা জেলার জালোজাই এলাকায় একটি চেকপয়েন্টে প্রকাশ্যে দুর্বৃত্তের গুলিতে দুজন পুলিশ নিহত ও একজন আহত হয়েছেন।