পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শাহবাজ শরিফ
পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন শাহবাজ শরিফ। সোমবার রাতে শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করান সিনেটের চেয়ারম্যান সাদিক সানজারানি। খবর জিও নিউজের।
প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজ শরিফকে শপথবাক্য পাঠ করানোর কথা ছিল দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভির। কিন্তু শাহবাজের শপথ নেওয়ার কয়েক ঘণ্টা আগে ‘অসুস্থ বোধ’ করার কথা জানান প্রেসিডেন্ট। সোমবার প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টে এই কথা জানানো হয়।
প্রেসিডেন্ট কার্যালয়ের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলা হয়, প্রেসিডেন্ট আরিফ আলভি অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন এবং কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে সোমবার পিটিআই প্রার্থী শাহ মাহমুদ কুরেশির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শাহবাজ ১৭৪ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। পিটিআই থেকে নির্বাচিত আইনপ্রণেতা ভোট বয়কট করার কারণে কুরেশি কোনো ভোট পাননি।
জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) আয়াজ সাদিকের চেয়ারম্যানশিপে এই ভোট অনুষ্ঠিত হয়। পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার দুই দিনের মাথায় এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়।
পাকিস্তান মুসিলম লিগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা খাজা সাদ রফিক জিও নিউজকে জানান, দেশটির স্থানীয় সোমবার রাত ৯টার দিকে শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়।