পাকিস্তানে কাউন্টার-টেররিজম অফিসে বিস্ফোরণে নিহত ১২
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কাউন্টার-টেররিজম অফিসে দুটি বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা। এছাড়া ৪০ জনেরও বেশি আহত হয়েছে। গতকাল সোমবার (২৪ এপ্রিল) এ বিস্ফোরণে ভবন ধসও হয়েছে। খবর বিবিসির।
পুলিশের দাবি, এটি হামলার ঘটনা নয়। কার্যালয়টিতে বৈদ্যুতিক ত্রুটি থেকে গোলাবারুদে আগুন লেগে গেলে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আফগানিস্তানের প্রতিবেশি খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র বলেন, ‘গোলাবারুদে আগুন লেগেছে সম্ভবত বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে। এখন পর্যন্ত বাইরে থেকে হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।’
সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে পাকিস্তানি তালেবান গোষ্ঠী। তবে এই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার দাবি করেনি তারা।
কাউন্টার টেরোরিজম বিভাগের আঞ্চলিক প্রধান সোহেল খালিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘বিস্ফোরণগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মনে হচ্ছে না। সেখানে আমাদের একটি গুদামে বিপুল পরিমাণ অস্ত্র ছিল। এখন পর্যন্ত আমরা মনে করি, অসতর্কতার কারণে এ বিস্ফোরণ হতে পারে। আমরা সব বিকল্প উপায়গুলো মাথায় রাখছি।’
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ প্রথমে বিস্ফোরণকে ‘আত্মঘাতী হামলা’ বলে উল্লেখ করলেও পরে টুইট করেন, ‘বিস্ফোরণের ধরন তদন্ত করা হচ্ছে’।
পাকিস্তানের বিদ্রোহপ্রবণ এই অঞ্চলটিতে কাউন্টার টেররিজম ফোর্স শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। ২০১২ সালে ওই অঞ্চলে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে গুলি চালিয়ে আহত করেছিল জঙ্গিরা।