পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর পৃথক হামলা, নিহত ৮
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর পৃথক দুটি হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ অন্তত আটজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা ও তুরবাত শহরের কাছাকাছি জায়গায় হামলার ঘটনা দুটি ঘটেছে। সকালে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
কোয়েটার পাশের একটি চেকপোস্টে প্রথম হামলার ঘটনাটি ঘটে। একজন বন্দুকধারী সেখানে গুলি চালায়। এতে চার হামলাকারী এবং চার সেনা সদস্য নিহত হয়েছেন। জানা গেছে, সাতজন হামলাকারী ও ছয়জন সেনা আহত রয়েছেন।
পরে প্যারামিলিটারি ফোর্সকে লক্ষ্য করে তুরবাত এলাকায় বিস্ফোরক হামলা চালানো হয়। সেখানে দুজন সেনা আহত হয়েছেন।