পাকিস্তানে ব্যাংকে বিস্ফোরণে নিহত ১৫, আহত ১৬
পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচিতে একটি ব্যাংকে বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।
শনিবার করাচির শেরশাহ এলাকার পরচা চক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যাংক ভবনটির নিচের স্যুয়ারেজ ড্রেনের ভেতর গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে এ বিস্ফোরণ হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত ১৩ জনকে হাসপাতালে নেওয়ার সঙ্গে সঙ্গেই মৃত ঘোষণা করা হয় এবং দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ১৬ জনের মধ্যে আট জনকে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে।
বিস্ফোরণে ব্যাংক ভবনটির পাশে থাকা একটি পেট্রোল পাম্পও ক্ষতিগ্রস্ত হয়।
পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাফ পার্টির সংসদ সদস্য আলমগীর খানের বাবা এই বিস্ফোরণে নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।
বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ইমরান খান।