পাকিস্তানে সেনাবাহিনীর সমালোচনা করায় উপস্থাপনা থেকে সরানো হলো হামিদ মিরকে
পাকিস্তানের বিশিষ্ট সাংবাদিক হামিদ মিরকে একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব থেকে (সাসপেন্ড) সরিয়ে দেওয়ায় নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো।
জিও নিউজে সম্প্রচারিত হামিদ মিরের অনুষ্ঠান ‘ক্যাপিটাল টক’ পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক টক শো-গুলোর একটি। ওই অনুষ্ঠানে দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কয়েকদিনের মধ্যে গতকাল সোমবার মিরকে ওই দায়িত্ব থেকে সরানো হয়। খবর বিবিসির।
সামরিক বাহিনীর বিরুদ্ধে গণমাধ্যমের ওপর খবরদারি ও সাংবাদিকদের নির্যাতনের অভিযোগ করেন হামিদ মির। তিনি বিবিসিকে জানিয়েছেন, তাঁর স্ত্রী ও কন্যাকেও হুমকি দেওয়া হয়েছে।
সমালোচকরা বলছেন, পাকিস্তানে সাংবাদিকরা ক্রমবর্ধমানভাবে হুমকির মুখে পড়ছেন, যদিও সরকার তা অস্বীকার করেছে।
সোমবার বিবিসিকে হামিদ মির জানান, চ্যানেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাঁকে জানিয়েছে, তিনি আর অন এয়ারে যাচ্ছেন না।
কেন মিরকে সরানো হয়েছে এর কোনো কারণ জিও নিউজ উল্লেখ করেনি। কিন্তু অভিজ্ঞ এই সাংবাদিক কিছু সময়ের জন্য সম্প্রচারের বাইরে থাকছেন বলে নিশ্চিত করেছে।
সামরিক বাহিনীর চাপেই চ্যানেলটি এমন পদক্ষেপ নিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া উদ্ধৃতিতে জিও নিউজের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
গত সপ্তাহে মিরের করা মন্তব্যের পর জিও নিউজ এ পদক্ষেপ নেয় বলে জানিয়েছেন নাম প্রকাশ না করা জিও নিউজের ওই কর্মকর্তা।